বেলাল হোসেন সিকদার ॥ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনে বরিশাল জেলায় কারা বিজয়ের হাসি হাসবেন তার মাঠ পর্যায়ে অনুসন্ধানে যাদের নাম বেরিয়ে এলো তারা হলেন আওয়ামীলীগ ও আওয়ামীলীগ জোটের প্রার্থীরা হিজলা মেহেন্দিগঞ্জ বরিশাল ৪ আসনে ফাঁকা মাঠে গোল দিয়ে বিজয় হাসি হাসতে যাচ্ছেন আলোচিত পঙ্কজ দেবনাথ স্বতন্ত্র প্রার্থী । বরিশালে-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আবুল হাসান আব্দুল্লাহ নৌকা প্রতীক। বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) আসন রাশেদ খান মেনন জোটের (নৌকা প্রতীক)। বরিশাল ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে গোলাম কিবরিয়া টিপু জাতীয় পার্টি লাঙ্গল। বরিশাল ৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে পঙ্কজ দেবনাথ স্বতন্ত্র প্রার্থী বরিশাল সদর ৫ আসনে কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম নৌকা প্রতীক । বরিশাল ৬ (বাকেরগঞ্জ) আসনে হাফিজ মল্লিক (অব:)মেজর জেনারেল বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে যা উঠে এসেছে আলোকিত বরিশালের অনুসন্ধানী প্রতিবেদনে। অপরদিকে শুক্রবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভার শেষ ভাগে বরিশাল বিভাগের নৌকা প্রতীকের প্রার্থীদের পরিচিত করিয়ে দিচ্ছেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বরিশাল সদর আসনের প্রার্থী জাহিদ ফারুক নাম বলেই তার সম্পর্কে প্রশংসা শুরু করেন প্রধানমন্ত্রী। বলেন ‘বরিশাল- ৫ আসনে আমি জাহিদ ফারুক কে মনোনয়ন দিয়েছি। জাহিদ ফারুক শামীম একজন সৎ, যোগ্য ও পরিশ্রমী মন্ত্রী। ৫ বছর সততার সাথে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। যখনই দেশে ঝড়, বন্যা দুর্যোগ হয়েছে জাহিদ ফারুক সেখানে ছুটে গিয়েছে। নিজে সব কিছু দেখভাল করেছে। আপনারা ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন’। প্রধানমন্ত্রী আরো বলেন, আমার মন্ত্রী সভার সফল মন্ত্রীদের মধ্যে জাহিদ ফারুক শামীম একজন। প্রধান মন্ত্রী যখন জাহিদ ফারুক সম্পর্কে এই কথাগুলো বলছিলেন তখন মাঠে থাকা উৎসুক জনতা চিৎকার দিয়ে করতালি দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী বরিশাল ত্যাগ করার পরপরই গোটা বরিশালজুড়ে শুরু হয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে তুমুল আলোচনা ও চুলছেড়া বিশ্লেষন। দলের স্থানীয় নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্যে নৌকার পালে নতুন করে হাওয়া লেগেছে। দলের প্রতিটি নেতাকর্মী নতুন উদ্যামে নির্বাচনী কাজ শুরু করেছেন। সবার উৎসাহ উদ্দীপনা যেন কয়েকগুনে বেড়ে গেছে। নগরীর সাধারন মানুষ বলছেন , আমরা সবাই জানতাম জাহিদ ফারুক শামীম একজন সৎ মানুষ । আজ স্বয়ং প্রধানমন্ত্রী যখন তাকে সৎ ও যোগ্য বলে সম্মোধন করলেন তখন আর তার সততা ও যোগ্যতা নিয়ে আমাদের কোন প্রশ্ন রইলো না। আমরা নিশ্চিন্তে তাকে ভোট দিতে পারব। জাহিদ ফারুকের অনুসারী বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, প্রধানমন্ত্রী সহজে কাউকে নিয়ে প্রশংসা করেন না। তিনি যখন প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন বরিশাল বিভাগের সব নৌকার প্রার্থীরা উপস্থিত ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শুধু জাহিদ ফারুক শামীম ভাইয়েরই প্রশংসা করেছেন। এতেই প্রমানিত হয় জাহিদ ভাই তার কর্মগুনে প্রধানমন্ত্রীর গুড লিষ্টে কতটা স্থান করে নিয়েছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে জাহিদ ফারুক ভাই যেমন সম্মানিত হয়েছেন তেমনি তার অনুসারী দলের প্রতিটি নেতাকর্মী ও বরিশালের সাধারন জনগন সম্মানিত হয়েছেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্য ভবিষ্যতে জাহিদ ফারুক ভাইকে সততার সাথে দায়িত্ব পালনে দ্বিগুন উৎসাহিত করবে। শুধু দল নয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে বিরোধী দলেও ব্যাপক আলোচনার খোড়াক হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর বড় একটি ধাক্কা খেয়েছে ভোটের মাঠে থাকা একমাত্র স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সালাউদ্দিন রিপন। এতদিন তার নির্বাচনী প্রচারণায় অনেকটা সরগরম দেখা গেলেও প্রধানমন্ত্রীর বক্তব্যের পর শনিবার সে পরিস্থিতি পরিলক্ষিত হয়নি। প্রচার প্রচারণায় যেমন ঘাটতি লক্ষ্য করা গেছে তেমনি মাঠেও তার কর্মীদের উপস্থিতি ছিলো অনেকটা কম। ভোটের মাঠে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনীর ৬ শতাধিক সদস্য,১৭ প্লাটুন বিজিবি সদস্যসহ অর্ধ শতাধিক জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দিন ॥ আজ ৭ জানুয়ারী সেই মাহেন্দ্রক্ষন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন। প্রার্থী ও ভোটাররা এই দিনটির জন্য প্রহর গুনছিলেন এতদিন। সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোট গ্রহণ। বরিশালে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল জেলা প্রশাসন তথা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। জেলার ৮২৭ টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৪ টি উপজেলার ১৫৪ টি কেন্দ্রে ব্যালটসহ নির্বাচনী সকল সরঞ্জাম শনিবার রাতেই পৌঁছানো হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে সকালে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। এদিকে ভোটের মাঠে সর্বোচ্চ নিরাপত্তা দিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জেলা রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছেন। পুলিশ কমিশনার মোঃ জিহাদুল কবির বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছি। ভোট গ্রহণের দিন বরিশাল মেট্রো এলাকায় কোন ধরনের নাশকতা ও সংঘর্ষের সম্ভাবনা বা আগাম তথ্য আমাদের কাছে নেই। তারপরও যেহেতু গত দু/একদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন নাশকতা ও সংঘর্ষের ঘটনা ঘটছে তাই আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকব। ভোট কে ঘিরে মেট্রো এলাকায় পুলিশের প্রায় দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। বরিশাল জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল মারুফ বলেন, বরিশাল জেলার ৬ টি আসনে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনীর ৬ শতাধিক সদস্য,১৭ প্লাটুন বিজিবি সদস্যসহ অর্ধ শতাধিক জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্মরত আছেন। বরিশাল জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, বরিশাল জেলার ৬ আসনে মোট ভোটারের সংখ্যা ২১ লাখ ৩২ হাজার ৭৪ জন। এদের মধ্যে ১০ লাখ ৮৩ হাজার ৩২৪ জন পুরুষ ও ১০ লাখ ৪৮ হাজার ৭৪৪ জন নারী। এছাড়া ৯ জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন। বরিশাল জেলায় সম্ভাব্য স্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ৮২৭টি এবং স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট ভোট কক্ষের সংখ্যা চার হাজার ৯৭১টি। আগৈলঝাড়া-গৌরনদী উপজেলা মিলিয়ে বরিশাল-১ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৩ হাজার ৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৬ জন ও নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৫৪৭ জন। এই আসনে মোট ভোট কেন্দ্রের জন্য ৫২টি প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে। উজিরপুর-বানারীপাড়া উপজেলা নিয়ে বরিশাল ২ আসন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫৮ লাখ ২৪২ জন। এই আসনে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৩৬৪ জন ও নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৮৭৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন। মুলাদী-বাবুগঞ্জ মিলিয়ে বরিশাল-৩ আসন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ১২৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৪৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৮০ এবং হিজড়া ভোটার ১ জন। মেহেন্দিগঞ্জ-হিজলা উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৪ সংসদীয় আসন। নদী বেষ্টিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ৩৭৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ১৩৬ জন ও নারী ভোটার ১ লাখ ৯০ হাজার ২৩৯ জন এবং হিজড়া ভোটার ১ জন। বরিশাল মহানগর ও সদর উপজেলা নিয়ে বরিশাল সদর-৫ আসন। জেলার ৬ আসনের মধ্যে সবচেয়ে বেশী ভোটার সংখ্যা এই আসনে। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৬৪৯ জন ও নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৯১১ জন এবং হিজড়া ভোটার ৩ জন। বাকেরগঞ্জ উপজেলা নিয়ে বরিশাল-৬ আসন। এই আসনে মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ৪৬৪ জন। এদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৫৭৪ জন পুরুষ ও ১ লাখ ৪৫ হাজার ৮৮৭ জন নারী এবং ৩ জন হিজড়া ভোটার রয়েছে।