নিউজ ডেস্ক: বরিশাল জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে ২১ দিন মেয়াদি অস্ত্র সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পুরুষ ৬ষ্ট ধাপ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।গত -২৬/১১/২৩ তারিখ হতে ১৬/১২/২৩ তারিখ পর্যন্ত এই কোর্সের প্রশিক্ষণের সমাপনী করা হয়।এই কোর্সে ২১০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছিল। উক্ত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফুল আলম উপ- মহাপরিচালক আনসার ভিডিপি রেঞ্জ কার্যালয় বরিশাল,জনাব এসএম মুজিবুল হক পাভেল-উপপরিচালক জেলা কমান্ডেন্ট বরিশাল,জনাব মোঃ চুন্নু মিয়া-সার্কেল অ্যাডজুট্যান্ট বরিশাল,জনাব মোসাঃ মেরিনা-উপজেলা কর্মকর্তা সদর বরিশাল,জনাব মোঃ জুয়েল মিয়া-উপজেলা প্রশিক্ষক সদর বরিশাল।
জনাব এনায়েত হোসেন, উপজেলা প্রশিক্ষক হিজলা,বরিশাল,জনাব মোঃ আমিনুল ইসলাম- উপজেলা প্রশিক্ষক উজিরপুর, বরিশাল,জনাব মোঃ কবির হুদা-সোবেদার ২২ এবিএন,দলীয় প্রশিক্ষক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জ কার্যালয়ের উপ- মহাপরিচালক জনাব মোঃ আশরাফুল আলম বলেন যারা প্রশিক্ষণ নিয়েছেন, প্রত্যেকেই প্রশিক্ষণ কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। আপনারা সরকারি দায়িত্ব পালনসহ বিভিন্ন কর্মকান্ডে আপনাদের যথেষ্ঠ ভূমিকা রয়েছে। আপনাদের কাজকে সহজ করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা। প্রত্যেককে নিজ নিজ যায়গা থেকে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষাণার্থীদের মধ্যহতে বিভিন্ন বিজয়ী অর্জনকারীদের পুরস্কার ও প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।