পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদি গ্রামের শহীদ ফয়সাল হোসেন শান্ত ও মানিককাঠি গ্রামের শহীদ মোঃ রাকিবের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।
শনিবার (৫ জুলাই) বিকেলে তিনি শহীদদের বাড়িতে উপস্থিত হয়ে তাঁদের কবর জিয়ারত করেন এবং স্বজনদের সঙ্গে কথা বলেন। এই সময় তিনি শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার কথা জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে প্রাণ হারান এই দুই শিক্ষার্থী। তাদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণ গভীর শোক প্রকাশ করে।
এ সময় ইউএনও ফারুক আহমেদ বলেন,
> “এই তরুণদের আত্মত্যাগ আমাদের বিবেককে নাড়া দিয়েছে। আমরা যেন এমন বৈষম্যহীন একটি সমাজ গড়ে তুলতে পারি, যেখানে আর কোনো ফয়সাল বা রাকিব অকালে ঝরে না যায়—সেই লক্ষ্যেই আমাদের সকলকে কাজ করতে হবে।”
পরিবারের সদস্যরা প্রশাসনের এমন পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদদের স্মৃতি রক্ষার্থে স্থানীয়ভাবে একটি স্মারক বা উদ্যোগ গ্রহণের দাবি জানান।