মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৮-১৪ জুন ভূমিসেবা সপ্তাহ পালন উপলক্ষে উজিরপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন শনিবার বেলা ১১ টায় উপজেলা ভূমি অফিসের সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান এর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক,বিশিষ্টজন ও ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগন। এর পূর্ব একটি রেলী উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান বলেন,আর ভূমি মালিকদের হয়রানির শিকার হতে হবে না। মাত্র ১১৭০ টাকা সরকারি ফি অনলাইনের মাধ্যমে জমা দিয়ে নামজারী (মিউটিউশন) হয়ে যাবে এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়াও ১ সপ্তাহের জন্য সেবা বুথ স্থাপন করা হয়। সেবা বুথ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। এদিকে এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভূমি মালিকরা।