উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য রবিবার (২ ) জুন উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সন্ত্রাস দমন, মাদকমুক্ত আধুনিক স্মার্ট উজিরপুর গড়ার লক্ষ্যে আমি বিগত দিনে বিভিন্ন সময়ে উজিরপুর উপজেলাবাসীর সেবা করেছি, কারোর কোন ক্ষতি করিনি, পারলে উপকার করেছি সাধ্যমত উজিরপুর উপজেলার উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছি। আসন্ন নির্বাচনে আপনারা আমার পাশে আছেন বলে আমার বিশ্বাস। আপনাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হলে উজিরপুর হবে একটি স্মার্ট উপজেলা। আমার বিরোধী পক্ষরা নির্বাচনে আমাকে পরাজিত করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আপনাদের সাথে নিয়ে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে ৫ তারিখ নির্বাচিত হবো।
তিনি আরো বলেন, আপনারা আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো। আমি উজিরপুর উপজেলার অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।
তিনি আরো বলেন,আমি এবং আমার সাথে যারা নির্বাচনের জন্য কাজ করছেন তারা কোন হুমকি-দামকীতে ভয় পায় না।
উক্ত জনসভায় বামরাইল ইউনিয়নের আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন
জনসভায় অন্যান্য বক্তারা বলেন, অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য গরিবের বন্ধু, শিক্ষানুরাগী ও সমাজসেবক। তাকে উজিরপুর বাসীর উন্নয়ন ও সুখ-দুঃখে পাশে থাকার বিবেচনায় দোয়াত কলম মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।