নিউজ ডেস্ক: ২৮ তারিখ বেলা ৪ টায় এস এম মুজিবুল হক পাভেল, পিভিএম,জেলা কমান্ড্যান্ট, বরিশালের উদ্যোগে বরিশাল জেলার বাকেরগন্জ উপজেলার কবাই ইউনিয়নে ঘূর্নিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্থ ২০০ জন বন্যা দূর্গতদের মাধে এক বেলার খাবার (খিচুরি,ডিম,পানি) বিতরন করেন । উক্ত খাবার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো: আশরাফুল আলম, বিএএমস উপমহাপরিচালক,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বরিশাল রেঞ্জ,বরিশাল। এসময় আরও উপস্থিত ছিলেন মো: চুন্নু মিয়া,সার্কেল অ্যাডজুট্যান্ট,বরিশাল, মো:জুয়েল রানা, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক,সদর,বরিশাল, মাসুম বিল্লাহ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক,বাকেরগঞ্জ, বরিশাল এবং ইউনিয়ন /ওয়ার্ড দলনেতা/দলনেত্রী ও আনসার কমান্ডার বৃন্দ।