মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা রেমাল ঘূর্ণিঝড়ের আশঙ্কায় প্রস্তুতিমূলক জরুরী দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ, উজিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা মোঃ গোলাম মাওলা, উপজেলা ফায়ার সার্ভিস কর্মী আঃ রশীদ, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার,ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন রেমাল ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগে এবং পরে করণীয় দূর্যোগ মোকাবেলায় সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান এবং ৪২ টি সাইক্লোন সেন্টার প্রস্তুত সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন ।