মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার সোনার বাংলা সংলগ্ন স্থানে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানগাড়ির ১ যাত্রী নিহত ও আহত হয়েছে ৩ জন। প্রাইভেট কারের ড্রাইভারকে আটক করে পুলিশ । ২৫ মে শনিবার সকাল ৭টায় উজিরপুর উপজেলার নতুন শিকারপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ১ যাত্রী নিহত হন আহত ৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে । সুত্রে জানা যায় বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের হোসেন ঢালীর ছেলে ভ্যানগাড়ি চালক আঃ জলিল ঢালী (৫০), ওই এলাকার যাত্রী হামেদ গোমস্তার ছেলে শামীম গোমস্তা (৫০) শহিদ মোল্লার ছেলে সুমন মোল্লা (২৫) ও ধামসর গ্রামের মৃত নির্মল বেপারীর ছেলে যোহন বেপারী ওরফে যোনা (৫৫)কে নিয়ে ধামসর বাজার থেকে ইচলাদী বাসস্ট্যান্ড অভিমুখে যাচ্ছিলো সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছামাত্র ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী টয়োটা প্রিমিও মেরুন রঙের (ঢাকা মেট্রো-গ, ৩৯-৮৮৭৯) প্রাইভেট কার উক্ত ভ্যান গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। প্রাইভেট কারের সামনের বাম পাশের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। এতে ভ্যানগাড়ির সকল যাত্রী রাস্তার উপর ছিটকে পড়ে সকল যাত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যোহন বেপারীকে মৃত ঘোষনা করেন এবং গুরুতর আহত ভ্যান চালক মো: জলিল ঢালীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এছাড়া আহত মো: শামীম গোমস্তা ও মো: সুমন মোল্লা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। উজিরপুর মডেল থানা পুলিশ প্রাইভেট কারের ড্রাইভার নেত্রকোনা জেলার নয়াবাজার এলাকার মৃত মো: সবুজ মিয়ার পুত্র মো: শরিফ মিয়া (২৬) কে আটক করে উজিরপুর থানা পুলিশ। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহমেদ বলেন নিহতের পিতা বিলিয়াম বেপারী বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। গৌরনদী হাইওয়ে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন। গৌরনদী হাইওয়ে পুলিশের এসআই মো: কামরুজ্জামান বলেন নিহত মরা দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।আহত তিনজন উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । নিহতের পুত্র বিলিয়াম বাদী হয়ে উজিরপুর থানায় মামলা দায়ের করেছেন। আটক ড্রাইভার সরিফ মিয়া বলেন রাত ২ টা ৩০ মিনিটে উত্তরা থেকে ২ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেই। ঘটনাস্থানে আসা মাত্রই সামনের বাম পাশের চাকা পানসার হওয়ার কারণে দুর্ঘটনা ঘটনা ঘটে ।