মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক জনাব শহিদুল ইসলাম, উপস্হিত ও বক্তব্য রাখেন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভূমি কর্মকর্তা হাসনাত জাহান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সিমা রানী শিল,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও সাবেক এমপি মো: ওয়াদুত সরদার,উজিরপুর মডেল থানার তদন্ত ওচি মো: তৌহিদুজ্জামান সোহাগ সহ ইউপি চেয়ারম্যানগন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক শহিদুল ইসলাম বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।