উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় আসন্ন উপজেলা চেয়ারম্যান প্রর্থী আবুল কালাম আজাদ বাদলের সমর্থনে এলাকা বাসিকে নিয়ে মতবিনিময় সভা অনুস্ঠিত হয়েছে । ২৯ এপ্রিল সোমবার বিকাল ৫ টায় নিজ বাড়ির আঙ্গিনায় মতবিনিময় সভায় ইসলাদী গ্রামের সমাজ সেবক প্রবীণ নেতা আব্দুল হক আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান মো: সাজাহান হাওলাদার, মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মো: জাকারিয়া, শিক্ষক মো: মনিরুজ্জান লিখন, শিক্ষক মো: দেলোয়ার হোসেন, মো: মোবারক মৃধা,সমাজ সেবক আ: লতিফ ফকির, মো: জাফর হাওলাদার, আব্দুল ছত্তার মিয়া,মো: সেলিম সিকদার, সাবেক ইউপি সদস্য মো: সোহেল হাওলাদার, সাংবাদিক বাসুদেব পারুয়া, সমাজ সেবক আ: মতিন সরদার, শ্রমিক নেতা হেমায়েত সরদার, শোলক ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো: সেলিম হাওলাদার, সমাজ সেবক আব্দুল লতিফ হাওলাদার প্রমুখ। আবুল কালাম আজাদ বাদল গ্রাম বাসির উদ্দেশ্যে বলেন আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচন, আমি আপনাদের সমর্থন নিয়ে নির্বাচনে প্রার্থী হতে চাই । এলাকা বাসী নির্বাচন করার জন্য সমর্থন করেন । মতবিনিময় সভায় বিভিন্ন এলাকা থেকেও সমর্থনকারীরা অংশগ্রহণ করে জনসমুদ্র পরিণত করে এবং বক্তারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন । আবুল কালাম আজাদ বাদল নির্বাচন করার একাত্মতা প্রকাশ করেন।