নিজস্ব প্রতিবেদক: বাসা থেকে বেরিয়ে যাবার পর প্রায় ২০ দিন অতিবাহিত হওয়ার পরেও আজও সন্ধান মেলেনি বরিশাল নগরীর ভাটিখানা কাজির মসজিদ সংলগ্ন সামসুদ্দিন হাওলাদারের কন্যা ফারজানা আক্তার ববির (৪০)। সম্ভব সকল স্থানে খোজ নেওয়ার পরেও ববিকে না পেয়ে চরম হতাশার মধ্যে দিন যাপন করছেন পরিবারের স্বজনরা। জানতে চাইলে নিখোজ ববি’র ভাই তরিকুল ইসলাম বলেন, আমার বোন একজন মানষিক ভারসাম্যহীন নারী। ইতিপূর্বে তিনি হারিয়ে গেলেও অনেক সন্ধান করে খুজে পেয়েছিলাম। কিন্তু এবার ১৫/২০ দিন অতিবাহিত হলেও আমরা তাকে খুজে পাচ্ছি না। তরিকুল আরও বলেন, সেলোয়ার-কামিজ পরিহিত আমার হারিয়ে যাওয়া বোন বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে। যদি কোন ব্যাক্তি আমার হারিয়ে যাওয়া বোন ববি’র সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭৪৬৮৪২২৩৪ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।