মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঊপজেলার শোলক ইউনিয়নে ব্যাপক আয়োজনে শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১২৫ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল শনিবার শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১২৫ বর্ষপূর্তি অনুষ্ঠানের সভাপতি জসিম উদ্দিন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব(অবঃ) চেয়ারম্যান, রয়্যাল ডেনিম লিমিটেড, চেয়ারম্যান প্যান্ডামিক ফিশারিজ লিমিটেড, পরিচালক, এনআরবিসি ব্যাংক পিএলসি বীর মুক্তিযোদ্ধা এএম সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান মোঃ আলী সিদ্দিকী, ঢাকা কবি নজরুল ইসলাম কলেজের( অবঃ) অধ্যাপক এ এইচ এম আমিরুল ইসলাম, মাহফেল হক এন্ড কোং এফসিএ চাটার্ড একাউন্টেন্ট হাওলাদার মাহফেল হক, শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু নিমাই চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ক্যাপ্টেন (অবঃ)এম ইউসুফ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন,উজিরপুর শ্রমিকলীগের সভাপতি, প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, শোলক ইউনিয়নের সাবেক সভাপতি মো: মনির হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ হারুন অর রশিদ খানসহ সকল অভিভাবক সদস্য। ইউপি সদস্য মোঃ কবির হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ আফজাল হোসেন,সকল শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১২৫ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।