নিউজ ডেস্ক: আসন্ন পহেলা বৈশাখ ১৪৩১ বাংলা নববর্ষ বাঙালি জাতির প্রাণের উৎসব কে কেন্দ্র করে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে আজ ৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ ১৪৩১ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাই, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করিম, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদাসহ আরও অনেক। শুরুতে পহেলা বৈশাখ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা পহেলা বৈশাখ ১৪৩১ উদযাপনের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। আগামী ১৪ এপ্রিল সকাল ৯ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হবে।