নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিপণন অধিদফতর ও ইউএসএআইডি ফিড দ্য ফিউচার বাংলাদেশ পলিসি লিংক এগ্রিকালচারাল পলিসি অ্যাকটিভিটির সম্মিলিত আয়োজনে কৃষি বিপণন আইন, বিধি এবং নীতির সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩সে মার্চ ) নগরীর খামার বাড়ির সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই কর্মশালার সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদফতর এর জনাব এস এম মাহবুবর রহমান । কৃষি বিপণন আইন ২০১৮ জাতীয় অর্থনীতি শক্তিশালী করনের উদ্দেশ্যে কৃষক ও উৎপাদক কৃষি ব্যবসায়ী ও ভোক্তা কৃষি বিপণন উন্নয়ন সম্প্রসারণ এর লক্ষ্যে তৈরি করা হয় বলে জানিয়েছেন জনাব এস এম মাহবুবর রহমান।
বাংলাশের বিদ্যমান কৃষি বিপণন নীতি, আইন, বিধি, ও প্রবিধান ইত্যাদি বিষয়ে বেসরকারী উদ্যোক্তা এবং গণমাধ্যম প্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধি ও টেকসই কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে কৃষি বিপণন অধিদফতর এই কর্মশালা আয়োজন করে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা মনে করেন কৃষি বিপণন নীতিমালা বিষয়ক এই ধরনের কর্মশালা খুব বেশী প্রয়োজন। বিপণন আইন মেনে চলা ও সবাইকে উদ্বুদ্ধ করাতে সহযোগিতা করবেন।