এমদাদুল কাশেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ কালিহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতেও ওরে জাতীয় পতাকা বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সরকার ঘোষিত কর্মসূচির প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় শিশু দিবস পালনের প্রজ্ঞাপন জারি করেন। এর অংশ হিসাবে দক্ষিণ কালিহাতা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা পতাকা উত্তোলন করে দিবসটি পালন করেন। কিন্তু জাতীয় পতাকা না নামিয়ে শিক্ষকরা স্কুল থেকে বাড়িতে চলে যান। রাতে ওই এলাকার সাধারণ মানুষের চোখে পড়লে সাংবাদিকদের সংবাদ দেন। রাতে গিয়ে সংবাদকর্মীরা ছবি তুলে রাখেন । ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক মো: সোহরাব হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন সকালে অনুষ্ঠান শেষ করে আমি বাড়িতে চলে এসেছি পতাকা টানানো ছিল সেটা আমার জানা নেই। উজিরপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রুহুল আমিন এর কাছে পতাকা রাতে উরার বিষয় জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ওই এলাকার এক ব্যক্তি আমাকে জানিয়েছে । আমি স্কুল কর্তৃপক্ষকে কল দিয়ে পতাকা খুলিয়েছি এবং সাত দিনের মধ্যে লিখিত জবাব চেয়েছি ।