স্টাফ রিপোর্টার // পুলিশ সুপার- বরিশাল নির্দেশক্রমে
ওসি ডিবি বরিশাল দিকনির্দেশনায় – নিয়মিত মাদক অভিযান পরিচালনা করে -বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নে সবুজ বাংলা রাইচ মিল সংলগ্ন পাকা রাস্তা থেকে সাতশ পঞ্চাশ গ্রাম গাঁজা সহ নরুল ইসলাম ও সিরাজ সরদার
নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে বরিশাল জেলা ডিবি পুলিশ।
রবিবার (১৭মার্চ) আনুমানিক রাত ৮ .৩০ মিনিটের সময় চরামদ্দি ইউনিয়নের সবুজ বাংলা রাইচ মিল সংলগ্ন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
নরুল ইসলাম ও সিরাজ সরদারের নামে বাকেরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলা চরামদ্দি ইউনিয়নের সবুজ বাংলা রাইচ মিল সংলগ্ন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাতশ পঞ্চাশ গ্রাম গাঁজা নুরুল ইসলাম ও সিরাজ সরদারকে আটক করেন, বরিশাল জেলা ডিবি পুলিশের এস আই হেলাল উদ্দিন সরদারের নেতৃত্বে ডিবির সঙ্গীয় ফোর্স মাহাবুব আলম মান্না,মোঃ-পারভেজ রনি,মোঃরিয়াজ. সুমন, রাকিবুল ইসলাম,অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, নুরুল ইসলাম ও সিরাজ সরদার নামে দুই জন মাদক বিক্রেতাকে বরিশাল জেলা ডিবি পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে। এছাড়াও তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে, বিভিন্ন থানায় বলে জানান।