আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ভুমিকা রাখতে হবে। মনে রাখতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ্বারাই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব।
মঙ্গলবার সকালে লালমোহন নূরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ফ্রী ট্রেনিং সেন্টার ও ইয়ুথ ভোলা-৩ কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। হাজী নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহি অফিসার তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।