মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বরিশালের উজিরপুর উপজেলায় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ই মার্চ বেলা ১১ টায় উজিরপুর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন এর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,আওয়ামীলীগের নেতা পরিমল কুমার বাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হালদার, দপ্তর সম্পাদক মোঃ আজিজুল হক সিকদার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনিচুর রহমান নয়ন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সবুজ বালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী,কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্রের বিরুদ্ধে” ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।