1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ভারতে সংবর্ধিত হলেন বাংলাদেশের বর্ষীয়ান ক্রীড়া ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত — সভাপতি কামাল, সম্পাদক মোস্তফা অপচনশীল প্লাস্টিক এর পুণব্যবহার থেকে হলো জান্নাতের স্বপ্নপুরনের পথে এক ধাপ এগোনো হিজলায় অজ্ঞাত মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার হিজলায় এসএসসি পরীক্ষায় রেজাল্টের খবরে দুইজনের আত্মহত্যার চেষ্টা, একজনের মৃত্যু নিশ্চিত ফল প্রকাশের পর বিষণ্নতায় প্রাণ হারাল মীম, বাবুগঞ্জে শোকের ছায়া বরিশালে অতিবৃষ্টিতে পানি বৃদ্ধি পাওয়ায় ডিসি ঘাট পরিদর্শন করবেন জেলা প্রশাসক উজিরপুরে জমি বিরোধকে কেন্দ্র করে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন পৌর বিএনপি নেতার উজিরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবললীগ শুভ উদ্বোধন উজিরপুরে আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত উজিরপুরে নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ড্যাম্পিং কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ভারতে সংবর্ধিত হলেন বাংলাদেশের বর্ষীয়ান ক্রীড়া ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৪৯ 0 বার সংবাদি দেখেছে

এম জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-ভারতের রাষ্ট্রীয় বেতার আকাশবাণী মৈত্রীতে সংবর্ধিত হলেন বাংলাদেশের বর্ষীয়ান, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয়, জাতীয় ক্রীড়া ধারা ভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের রাষ্ট্রীয় বেতার মাধ্যম কলকাতাস্থ আকাশবাণী মৈত্রী সর্বোচ্চ সন্মাননা প্রদান করলেন বাংলাদেশের বর্ষীয়ান, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয়, কিংবদন্তি জাতীয় ক্রীড়া ধারা ভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদকে।

গত ২৬ ফেব্রুয়ারী-২০২৪ খ্রি. তারিখে ব্যক্তিগত কাজের জন্য ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা গেলে আকাশবাণী মৈত্রী কর্তৃপক্ষ গুণী এই বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয়, কিংবদন্তি জাতীয় ক্রীড়াভাষ্যকারকে আকাশবাণী মৈত্রী আমন্ত্রণ জানান। তারই আলোকে ঐ দিন ভারতীয় সময় ৬:১০ মিনিট থেকে ৬:৪০ মিনিট পর্যন্ত আধা ঘণ্টার ব্যাপী বিশেষ লাইভ অনুষ্ঠান প্রচার করে। মি. জা’র প্রযোজনায় উক্ত স্বাক্ষাতকারমুলক অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সে দেশের আরেক ক্রীড়া ভাষ্যকার মিহির দাশ। স্বাক্ষাতকারে উঠে আসে ক্রীড়াঙ্গনের বেশ কিছু তথ্যাদি বিশেষ করে বাংলা ক্রীড়া ধারাভাষ্য নিয়ে।

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতার ও কিছু সংখ্যক বেসরকারি এফ.এম রেডিও ক্রীড়াঙ্গনের ক্রীড়া ধারাভাষ্য এখনো বাংলা ভাষায় চালু আছে কিন্তু বাংলাদেশ টেলিভিশন বাংলায় ধারাভাষ্য সুযোগ নেই। যা কিছু বছর আগেও বাংলাদেশ টেলিভিশন বাংলায় ধারা ধারাভাষ্য চালু ছিল। বর্তমানে ফুটবল, ক্রিকেটের খেলার ধারা বিবরণী বাংলায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হয় না। কিন্তু ভারতীয় গণমাধ্যমে বাংলা, হিন্দি এবং ইংরেজিতে খেলার ধারা বিবরণী প্রচার করা হয় যা বাংলা ভাষার জন্য একটি ইতিবাচক দিক।

তিনি ব-দ্বীপ বাংলাদেশ পত্রিকার সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ টেলিভিশনে বাংলা ধারাভাষ্য প্রচার চালু করা উচিত, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তিনি অনুরোধ জানিয়েছেন।

আরও জানা যায়, বাংলাদেশ বেতারের বাংলা ধারাভাষ্যের ক্রীড়া ভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ এ দেশের বাংলা ধারাভাষ্যের কিংবদন্তি কণ্ঠ প্রায় চার দশক ধরে শ্রোতা নন্দিত এই ক্রীড়া ভাষ্যকার বাংলা ধারাভাষ্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বয়স ৭৫ পেরিয়ে গেলেও কণ্ঠে এখনো সেই পুরনো তারুণ্যের ছাপ ধরে রেখেছেন অবিশ্বাস্য ভাবেই।

আশির দশকের শুরুতেই যুক্ত হয়ে ছিলেন বাংলাদেশ বেতারে। এরপর শুধুই ইতিহাস। দেশ এবং দেশের বাইরের ক্রীড়াঙ্গনের সুপার হিরোদের গল্প উঠে এসেছে তাঁর কণ্ঠে। দেশের বঙ্গবন্ধু স্টেডিয়াম কিংবা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সব জায়গা থেকেই খেলার বাংলা ধারাভাষ্য শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছেন এই কালজয়ী দেশ বরেণ্য ক্রীড়া ধারাভাষ্যকার। তাঁর হাত ধরেই পরবর্তীতে এদেশের অসংখ্য তরুণ নিজেকে ধারাভাষ্যকার হিসেবে গড়ে তুলেছেন।

স্বনামধন্য ক্রীড়া ভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ বিগত ১৯৪৭ সালের ১৫ অক্টোবর কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। আলফাজ উদ্দিন আহমেদ’র তার পিতা-মৌলভী আশরাফ উদ্দিন আহমেদ, মাতা-কানিজ রসুল, স্ত্রী-মমতাজ ফাতেমা, ছেলে-আশিক আহমেদ, মেয়ে-ফারিয়া নুসরাত। তিনি বিগত ১৯৬৩ সালে এস.এস.সি, ও ১৯৬৫ সালে এইচ. এস. সি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক রুপালী ব্যাংকে উচ্চ পদে চাকুরী জীবন শুরু করেন।

১৯৮১ খ্রি. সালে বাংলাদেশ বেতারের ক্রীড়া ভাষ্যকার হিসেবে অডিশনের মাধ্যমে তালিকাভুক্ত হন। সেই থেকে আজ পর্যন্ত ক্রীড়া ধারা বিবরণী প্রদান করে আসছেন। তিনি গত ২০১১ সালে চাকুরী জীবন থেকে অবসর গ্রহণ করেন। তার স্ত্রী মমতাজ ফাতেমা গৃহিণী, পারিবারিক ভাবে এই ক্রীড়া ভাষ্যকারের ১ ছেলে, ১ মেয়ে রয়েছে।

কিংবদন্তি এই ধারা ভাষ্যকার আছেন বাংলাদেশ বেতারের সাথে বিশ্বকাপ ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ বেশ কিছু ম্যাচেই বাংলাদেশ বেতারের শ্রোতাদের মাঝে তাঁর সাবলীল ধারাভাষ্যের জাদুময় বর্ণনা শ্রোতাদের মাঝে অন্য রকম উন্মাদনা সৃষ্টি করেছে। আলফাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ক্রীড়া ধারাভাষ্যে পথিকৃত। বাংলা ক্রীড়া ধারাভাষ্য জননন্দিত ও শ্রোতা জনপ্রিয়তা পেয়েছে তাদের অন্যতম হলেন আলফাজ উদ্দিন আহমেদ।
আলফাজ উদ্দিন আহমেদ আত্মপ্রচার বিমূখ সাবেক উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা, মিষ্টভাষী, সদালাপী, নিরংহকারী, জুনিয়দের প্রতি সব সময় সহযোগিতার মানসিকতা, অত্যন্ত সজ্জন এ আন্তর্জাতিক ক্রীড়া ধারা ভাষ্যকার। যাদের ক্রীড়া ধারা বর্ণনা তৎকালীন “বাংলাদেশ রেডিওতে” বর্তমানে বাংলাদেশ বেতারে শুনেছি মন্ত্র মুগ্ধের মতো। তাঁর কথা, উচ্চারণ, বাচনভঙ্গি, জাদুকরী শব্দ চয়নে এক অনন্য প্রশংসার অধিকারী।

ড্রিম অব বাংলাদেশ কিংবদন্তি কন্ঠ যোদ্ধা আলফাজ উদ্দিন আহমেদকে দুই বাংলার মনের কথা এই স্লোগানে প্রচারিত আকাশবাণী “মৈত্রী” কর্তৃক সম্মাননা প্রদান করায় জনপ্রিয় এই ক্রীড়া ভাষ্যকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,

বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরাম, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ক্রীড়া ভাষ্যকার যথাক্রমে মো. সামসুল ইসলাম, মো. কামরুজ্জামান, মির্জা মো. ফরিদুল ইসলাম, মো. পলাশ খাঁন, মো. জামিলুর রহমান, অনুপম হোসেন, মিজানুর রহমান চঞ্চল ও ড. সাইদুর রহমান প্রমূখ।

আমাদের প্রাপ্তি বাংলাদেশের অহংকার, উচ্চারণ, বাচনভঙ্গি, জাদুকরী শব্দ চয়নে এক অনন্য প্রশংসার অধিকারী। ক্রীড়া ভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদকে উপমহাদেশের স্বনামধন্য ও ভারতের রাষ্ট্রীয় বেতার মাধ্যম আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে সর্বোচ্চ সন্মাননা পাওয়ায়, তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মো. আইনুল ইসলাম, এম. আর মোস্তাক, বেতার শ্রোতা ওসমান গনি শেখ ও এম. জুলফিকার আলী ভুট্টো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ