নিউজ ডেস্ক: সারাদেশে একযোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা চলাকালীন সময় সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষা মন্ত্রনালয় এরি অংশ হিসেবে (১৩ ফেব্রুয়ারি থেকে আগামী ১২ মার্চ ২০২৪) পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা বস্তবায়নের লক্ষ্যে জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল শহিদুল ইসলাম এর নির্দেশনায় আজ ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে অংছিং মারমা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর নেতৃত্বে বরিশালে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং বানিজ্য পরিচালনা করার অপরাধে আজ বরিশাল নগরীর বেশকিছু কোচিং এ অভিযান পরিচালনা করেন। এসময় ব্রাইট কোচিং, শাহিন ক্যাডেট কোচিং, আলফাব একাডেমি, এসএসসি/ইউসিসি কোচিং সেন্টার এবং রাইট কোচিং কে লিখিত ও মৌখিক মুসলেকা নিয়ে কোচিং সেন্টার তাৎক্ষনিকভাবে বন্ধ করে দেওয়া হয়। অভিযানে আইন শৃংখলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের একটি টিম।