1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
প্রাণনাশের হুমকির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের সংবাদ সম্মেলন - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ উজিরপুরের হস্তিশুন্ড আমেরিকা প্রবাসীর ভবনে হামলা,ভাংচুর ও লুটপাট নারীসহ আহত-৮ গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপরে হামলার প্রতিবাদে বরিশাল জামায়াতের বিক্ষোভ মিছিল উজিরপুর – বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মিদের মাঝে কাউন্সিলকে ঘিরে উৎসাহ, উদ্দিপনা বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন অ্যাডভোকেট আবু আল রায়হান হিজলায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমি জবরদখলের প্রতিবাদে মুখর রাজনৈতিক নেতৃবৃন্দ কাউনিয়া ব্রাঞ্চ রোড সেকশন মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ রহমতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৫ কেজি পলিথিন জব্দ, ১ হাজার টাকা জরিমানা বাবুগঞ্জে কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত — সভাপতি কামাল, সম্পাদক মোস্তফা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

প্রাণনাশের হুমকির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক । বরিশাল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন রিপনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার চরমোনাই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন ।

বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন রিপন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ে তার নির্বাচনি সভা ছিল। সভার পাশে উচ্চ শব্দে মাইক বাজিয়ে পরিবেশ নষ্ট করা হচ্ছিল। সভা শেষে স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। এ সময় তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেন এবং নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সময় রিপনের কর্মীদের মারধর এবং গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনার পর থেকে রিপন ও তার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ ছাড়া নুরুল ইসলাম তাদের নির্বাচনি অফিসে আগুন দিয়ে প্রতিপক্ষ (ট্রাক প্রতীক) কর্মীদের নামে মিথ্যা অভিযোগ করতে পারেন বলেও আশঙ্কা করেন তিনি।

এর আগেও কর্মীদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন।

তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক। স্বতন্ত্র প্রার্থী আলোচনায় আসতে এবং সহানুভূতি পেতে মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ