আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অবৈধ ইটভাটা বন্ধকরণ ও উন্নত প্রযুক্তির হিটভাটা স্থাপন/রুপান্তর শীর্ষক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, উপপরিচালক পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় বরিশাল এ, এইচ, এম রাসেদ, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয় মোঃ আব্দুল মালেক মিয়াসহ বরিশাল জেলার ইটভাটা মালিক বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে পরিচিত পর্ব অনুষ্ঠিত হয় পরে ইটভাটা পরিচালনার বিভিন্ন বিষয় তুলে ধরেন উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরিশেষে জেলা প্রশাসক ইটভাটা পরিচালনার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।