
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় জনতার ঢল। আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যের ডাক দিলেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। শুক্রবার সকাল ১০ টায় উজিরপুর সরকারি ডাব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন এর মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজেনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি, গনমানুষের নেতা বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ ও পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারন সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপিসহ সকল ইউনিয়ন, ওয়ার্ড সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের লাখো জনতা। এদিকে এ অনুষ্ঠানকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে একনজর দেখার জন্য এবং অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে সকাল থেকে উজিরপুর উপজেলা,উজিরপুর পৌরসভাসহ সকল ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মীরা সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলের সম্মুখে জরো হতে থাকে একপর্যায়ে সভাস্থল জনসমুদ্র রুপ নেয় এবং লক্ষ জনতার সমাগমে স্কুল মাঠটি কানায় কানায় ভরে উঠে। অপরদিকে পুড়ো উপজেলা জুড়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো ও আনন্দ উল্লাসে মেতে ওঠে নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তব্যে এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন শুধু আমাকে নয় তারেক রহমানকে বিজয়ী করার লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করার জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এছাড়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন তিনি।