বামরাইল এ.বি মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হলেন সজিব শরীফ
কে এম আলামিন: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ২য় বারের মত বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হলেন বামরাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান সজিব শরীফ।
সোমবার (১ জুলাই) বিকেল ৩ টায় স্কুল সভাকক্ষে সম্পূর্ণ গনতান্ত্রিক প্রক্রিয়ার বিদ্যোৎসাহী সদস্যদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মুজিবর রহমান দেওয়ান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবু ইউসুফ ও শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ভোট গননা শেষে মোঃ আসাদুজ্জামান সজিব শরীফ পেয়েছেন ৫ ভোট পেয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ৪ ভোট।
এদিকে বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত বিদ্যোৎসাহী সদস্য মোঃ আসাদুজ্জামান সজিব শরীফকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।