নিউজ ডেস্ক: ১৪ জুন শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল জেলার বিভিন্ন অংশে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন গাড়ী বন্ধসহ সড়ক নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম এর নির্দেশে গৌরনদী, উজিরপুর ও বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমিবৃন্দ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এ সময় তারা স্পিডোমিটার দিয়ে গাড়ির গতিসীমা পরীক্ষা করেন। দূরপাল্লার গাড়িগুলোকে মহাসড়কে গতিসীমা মেনে চলতে সতর্ক করা হয়। রুটপারমিট বিহীন গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া আদায় প্রভৃতি অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিধান মোতাবেক আইনগত পদক্ষেপ গ্রহণ করেন। যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন বরিশালের এ অভিযান অব্যাহত থাকবে।