নিজস্ব প্রতিবেদক: ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্য সামনে রেখে বরিশাল জেনারেল হাসপাতালে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নার্সেস দিবস আয়োজন করা হয়। ১২ ই মে রবিবার হাসপাতালের মুল ভবনের দ্বিতীয় তলায় আগত অতিথিবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেনারেল হাসপাতালের আর এমও ডাক্তার মলয় কৃষ্ণ বড়াল ও জেলা পাবলিক হেলথ নার্স রোকেয়া বেগম সহ হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেনারেল হাসপাতালে উপসেবা তত্ত্বাবধায়ক মোঃ শাহাবুদ্দিন খান।
আলোচনা সভায় বাংলাদেশে নিরবচ্ছিন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারিভাবে অধিক সংখ্যক নার্স নিয়োগ দেওয়া ও নার্সিং শিক্ষা ও এই সেক্টরকে আরো আধুনিকায়ন করার দাবি জানায় বক্তারা ।
আধুনিক নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর এইদিনে দিবসটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’।
দিবসটি ঘিরে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নার্সিং একটি আন্তর্জাতিক মহৎ পেশা। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত রেজিস্টার্ড নার্সরা স্বাস্থ্যখাতে নিজেদের নিয়োজিত রাখছেন। বিশেষত করোনা মহামারি মোকাবিলা, শতভাগ ভ্যাকসিন প্রদানসহ দেশের যে কোনো সংকটকালে নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। করোনা রোগীর সেবা দিতে গিয়ে ৩৩ জন নার্স মারা গেছেন। আক্রান্ত হয়েছিলেন প্রায় ৬ হাজার নার্স। নার্সদের এ অসামান্য ও কঠোর পরিশ্রমে বাংলাদেশের স্বাস্থ্যখাত আজ বিশ্বের দরবারে প্রশংসনীয়।