1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
একজন নার্স, মিডওয়াইফ এর কাছ থেকে ভালো সেবা গ্রহনে রোগী/রোগীর স্বজনদের যা জানা জরুরি - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ উজিরপুরের হস্তিশুন্ড আমেরিকা প্রবাসীর ভবনে হামলা,ভাংচুর ও লুটপাট নারীসহ আহত-৮ গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপরে হামলার প্রতিবাদে বরিশাল জামায়াতের বিক্ষোভ মিছিল উজিরপুর – বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মিদের মাঝে কাউন্সিলকে ঘিরে উৎসাহ, উদ্দিপনা বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন অ্যাডভোকেট আবু আল রায়হান হিজলায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমি জবরদখলের প্রতিবাদে মুখর রাজনৈতিক নেতৃবৃন্দ কাউনিয়া ব্রাঞ্চ রোড সেকশন মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ রহমতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৫ কেজি পলিথিন জব্দ, ১ হাজার টাকা জরিমানা বাবুগঞ্জে কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত — সভাপতি কামাল, সম্পাদক মোস্তফা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

একজন নার্স, মিডওয়াইফ এর কাছ থেকে ভালো সেবা গ্রহনে রোগী/রোগীর স্বজনদের যা জানা জরুরি

  • প্রকাশিত : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১২৫ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক : মানুষের স্বাস্থ্য রক্ষার্থে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ২৪/৭ কাজ করে যাচ্ছেন নার্সগণ। অর্থাৎ এমন কোন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নেই যে আপনি নার্স শুন্য পাবেন।

একজন আদর্শবান নার্স তার ছাত্র জীবন শুরু থেকে শেষ পর্যন্ত বিএনএমসি / বিশ্ববিদ্যালয়ের / বিপিএসসির অধীনে প্রায় শতাধিক বিভিন্ন প্রকারের প্রফেশনাল পরীক্ষায় কৃতকার্য হয়েই সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে নন-ক্যাডার ১০ম গ্রেডের একজন গেজেটেড অফিসার হিসেবে তার পদায়নকৃত কর্মস্থলে যোগদান করেন। পরিতাপের বিষয়, সংশ্লিষ্ট অফিসার (নার্স) এর কোন প্রকার প্রশাসনিক কিংবা সেবার মান বৃদ্ধির প্রশিক্ষণ থাকেনা! তবুও তিনি একেবারে ইউনিয়ন সাব সেন্টার থেকে টারশিয়ারি লেভেলের কিংবা বিশেষায়িত কোন হাসপাতালে অপেক্ষায় থাকেন কখন আপনি (অনাকাঙ্ক্ষিত চাওয়া) স্ট্রিট এক্সিডেন্ট / আপনার কন্যা, জায়া,জননীর মাতৃগর্বের ফুলটার্ম প্রেগনেন্সির ফলস বা ট্রু পেইন (কাঙ্খিত) নিয়ে একজন নার্স / মিডিওয়াইফ এর সামনে গভীর রাতে আপনি তার দ্বারস্থ হবেন। ওখানে কিনা আপনার এই সেবা প্রদানে মিডওয়াইফ বা নার্সই হবেন প্রথম এবং শেষ ভর্সাস্থল! আপনার এই সেবাটা দেওয়ার জন্য তিনি হাতে সিজার/ ব্যান্ডেজ/ কটন নিয়ে অপেক্ষায় থাকেন এমনভাবে যে, আপনি বাসায় যে নাস্তা করেন সেই প্লেটে বা খাবারে জীবাণু থাকতে পারে কিন্তু তার হাতে রক্ষিত গ্লাভস কিংবা সিজার, ব্যান্ডেজে জীবানু থাকবেনা যা আমাদের নার্সিং সাইয়েন্সের পরিভাষায় (sterilization, autoclave) বলে। হতেই পারেন আপনি এদেশের আপারমর জনতার একজন। কিন্তু আমি হলফ করে বলতে পারি উপরোল্লিখিত সামান্য দুটো টার্মে ১০%ও ধারনা নেই আপনার (চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ব্যাতিত)!!
সুতরাং দয়া করে নিচে উল্লেখিত কমন কিছু সেবা, যা নার্স, মিডওয়াইফগন আপনাকে ইউনিয়ন সাব সেন্টার – উপজেলা পর্যায়ে প্রদান করে থাকেন। এর বাহিরেও যে সেবা গুলা আছে যা,আপনি ধারণাই করতে পারবেন না! যেমন ধরুন একজন স্পেশালাইজড নার্স (অর্থোপেডিক, অপথালমিক, কার্ডিয়াক নার্সিং, কিংবা অপারেশন থিয়েটার / আইসিইউ) তে যেসকল সেবা প্রদান করে থাকেন। যা আপনার সরাসরি দেখার সুযোগ নেই! তাই দয়া করে নার্স,মিডওয়াইফদের কাজের পুরুস্কার স্বরুপ আপনি যথাযথ অথবা তার প্রাপ্য সম্মানটুক অন্তত দিন। হোকনা আপনার হতে বয়সে ছোট, তাকে শ্রদ্ধা করুন কারণ তিনিওতো আপনার মতই ৪৬০গ্রাম ওয়ালা মস্তিষ্কের একজন মানুষ! আপনার মতোনই ২টি কিডনি, ২টি ফুসফুস, একটি ২৫০ গ্রাম ওজনের হার্ট ( হৃৎপিণ্ড) হৃদয় আছে !! যেখানে আপনার জন্য জমানো আছে হাজার বছরের ভালবাসা!!
সুতরাং আপনি আগে একটা ভালো ইম্পেরেশান দিয়ে শুরু করুন দেখুননা পরিসমাপ্তিটা তার কেমন হয়!
কারন আপনি হয়তো জানেন না, তার সহকর্মী কেউ কেউ মাস্টার্স / পিএইচডি করতে ফিনল্যান্ড, চীন, জার্মানি, ইউএসএ, ইউকে কানাডা, জাপানে শিক্ষা ছুটিতে। কেউ কেউ দেশের অভ্যন্তরে উচ্চ শিক্ষায় প্রেষনে। কেউ কেউ নার্সিং এ্যাডমিনিস্ট্রেশনের মনিটরিং, সুপারভিশনের মতো গুরুদায়িত্বে আছেন!! কেউ নার্সিং কলেজে প্রভাষক পদে সংযুক্তিতে। কেউ মাতৃত্বকালীন ছুটিতে। কেউ গুরুতর অসুস্থ, এমনকি সংশ্লিষ্ট নার্স, মিডওয়াইফও অন্তঃসত্ত্বা হতে পারেন! এই শুন্যতার লোড কিন্তু তাকেই বহন করতে হচ্ছে! বাকী সহকর্মীরা সকাল/ দুপুর/ রাত্রীকালীন দায়িত্ব পালন করবেন।তারও মাইগ্রেনের সমস্যা থাকতে পারে!! সে বাসায় ৬-৭ মাসের বাচ্চাটিকে রেখে আসছেন। একজন ল্যাকটেটিক মাদার!! তার প্রোলাকটিন হরমোনের খবরতো আপনার জানারই কথা নয়!! সে রাত ৩টায় আপনার স্ত্রীর প্রসব বেদনার অবসান ঘটিয়েছেন!! কিন্তু সকালে তার বাচ্চাটিকে নাস্তা বানিয়ে যে স্কুলে পাঠাতে হবে!! আর অন্যান্য কথা না হয় বাদই দিলাম! তাঁর স্বামীও বিসিএস ক্যাডার,নন- ক্যাডার অফিসার,শিক্ষক, ব্যাংক অফিসার, বিজ্ঞ আইনজীবি,কলামিস্ট, ব্যাবসায়ী,প্রবাসী , ছোট বড় সরকারী, বেসরকারী চাকুরে কিংবা এলাকার বনেদি বাড়ীর কন্যা, জায়া, জননী !!সর্বোপরি তিনি একজন অবলা নারী!তাঁর পজিশনে নিজেকে একবার দাঁড় করিয়ে দেখুন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মতে বিশ্বব্যাপি মিডওয়াইফসহ ২৭ মিলিয়নের নার্স স্বাস্থ্যসেবা জনশক্তি তৈরি করেন যার ক্ষুদ্র একটা গোষ্ঠী আমাদের ১৮ কোটি মানুষকে কর্মপরিবেশ না থাকা সত্ত্বেও সেবা দিয়ে যাচ্ছে। আর পৃথিবীর সেরাদের সেরা ভ্যাক্সিন এ্যাওয়ার্ড কুড়িয়ে দিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে তথা দেশের মানুষকে!

পরিশেষে বলতে চাই “একজন আদর্শবান নার্স, জাতির আর্শীবাদ” এটা আপনি মনে প্রানে ধারন করুন। আমাদের নার্স সেভবেই তৈরি হতে চায়। (প্রতি ৭০০০ সাত হাজার মানুষের জন্য মাত্র একজন নার্স)। ছিয়াশি শতাংশ কর্মপরিবেশ না থাকা সত্বেও নার্স মিডওয়াইফগন রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। স্বাস্থ্যখাতের নীতি নির্ধারক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে, নার্সিং খাতকে স্বীকৃতি দিয়ে বিনিয়োগ করে এই অমিত সম্ভাবনাময় খাতকে কাজে লাগাতে পারলেই এই খাত হতে পারে হাজার কোটি টাকা রেমিট্যান্স আয় করার অন্যতম একটি ক্ষেত্র! অন্যদিকে কমিউনিটি নার্সিং এর মাধ্যমে জনগনের স্বাস্থ্য ঝুঁকি কমানো। সম্ভব হবে বিশ্ব মঞ্চে নিজেদের পরিচিতি আরও একধাপ বাড়ানো। সেজন্য এখনি সময়, নার্স, মিডওয়াইফদের যুগোপযোগী প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা, ইংরেজি ভাষায় পারদর্শিতার উপর জোর দেয়া! যা করতে গেলেই জনগনের চাহিদা মেটাতে প্রয়োজন হবে, অন্তত শুন্যপদে নার্স মিডওয়াইফদের নিয়োগ প্রদান।
আজ, আন্তর্জাতিক নার্সেস দিবস, এবারের থীম, Nurses Our future ; The economic power of care ! সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ।স্পেশাল ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা, জেলা পাবলিক হেলথ নার্স মহোদয়ের জুরিডিকশনে আছেন। ( জেনারেল হাসপাতাল সহ দশ উপজেলায় কর্মরত, মাত্র ৬৮ জন মিডওয়াইফ এবং ৩৯২ জন নার্স)
লেখক
নার্স, মোঃ কামরুল হাসান
সহকারী জেলা পাবলিক হেলথ নার্স (ফাংশনাল)
সিভিল সার্জন অফিস বরিশাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ