মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার প্রশাসনের অনুমতি ছাড়াই সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মালয়েশিয়ায় ভ্রমণের উদ্দেশ্যে গমন করেছেন অভিযোগ পাওয়া গেছে । এদিকে কোন অনুমতি ছাড়া চেয়ারম্যান শাহীন মালয়েশিয়ায় গমন করার বিষয়টি আইনের চোখে ফাঁকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন সচেতন মহল। সুত্রে জানা যায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ে বিধি
অনুযায়ী জনপ্রতিনিধিদের বিদেশ ভ্রমণে বিভাগীয় কমিশনারের অনুমতি নেয়ার বিধান থাকলেও সে তা অমান্য করে কাউকে কিছু না বলে ১১ মে শনিবার মালেয়শিয়ায় গমন করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদারের মোবাইল ফোনে বারবার ফোন করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। সাতলা ইউপি সচিব খোকন জানান চেয়ারম্যান শাহীন ভ্রমণ করার জন্য বিদেশ গিয়েছেন। অল্প কয়েকদিনের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন। এছাড়া ইউপি সদস্য ফারুক হোসেনকে মৌখিক ভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে মালয়েশিয়ায় গমন করেন চেয়ারম্যান শাহীন হাওলাদার। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, শাহীন চেয়ারম্যানের বিদেশে গমনের বিষয়ে আমার কিছু জানা নেই। তবে কোন জনপ্রতিনিধিকে বিদেশে গমন করতে হলে অবশ্যই বিভাগীয় কমিশনারের অনুমতি নিতে হবে। অন্যথায় আইন সম্মত হবেনা।