লিটন বাইজিদ: চরমোনাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর মেম্বার মামুন ওমান প্রবাসী বজলুর রহমানের পরিবারের উপর হামলা ও ভেকু দিয়ে তাদের তিনতলা ফাউন্ডেশন বিল্ডিং এর ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে, এ ঘটনায় আসামিরা আটক হলে আপস মীমাংসার কথা বলে শর্তে জামিন নেয় আসামীরা। কিন্তু জামিনে বের হয়ে ভুক্তভোগী পরিবারকে মামলা উঠানোর জন্য ভয়-ভীতি ও মেরে ফেলার হুমকি দেয় বলে সংবাদ সম্মেলনে জানান ওমান প্রবাসী বজলুর রহমানের স্ত্রী ভুক্তভোগী আইরিন জাহান। ২৫ তারিখ সোমবার বেলা ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় বর্তমানে ভুক্তভোগী পরিবার নিরপত্তাহীনতায় ভুগছে এবং সাংবাদিকদের মাধ্যমে সংবাদ প্রচারের অনুরোধ জানাবেন ভুক্তভোগী পরিবার।
মামলা সুত্রে জানা যায়, বরিশাল সদর উপজেলাধীন চরমোনাই ইউনিয়নের পশুরীকাঠি সাকিনের হাওলাদার বাড়ীর ভুক্তভোগী আইরিন আক্তারের স্বামী বিগত ০৪ বৎসর পূর্বে তিন তলা ফাউন্ডেশন দিয়ে একটি বিল্ডিং ঘর নির্মান করেন। উক্ত ৩ তলা ফাউন্ডেশনের ১তলা বিল্ডিংটি ইউপি সদস্য সৈয়দ শিস মোঃ মামুন ও তার সহযোগীরা মিলে বিগত ইং ০৩/০৩/২০২৪ তারিখ অবৈধ ভাবে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে বিল্ডিংয়ের দুই পার্শ্বে ভেকু দিয়ে মাটি খনন করে জমি দখলের পায়তারা করে। এতে ভুক্তভুগির বিল্ডিংয়ের গ্রেড ভিম ও ছাদ এক পাশে হেলিয়া পরে যায়। এবং ভুক্তভোগী পরিবারের লোকজনদের মারধর করে জখম করে । পরবর্তীতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করিলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে মাটি খনন কাজ বন্ধ করে দেয়। উক্ত ঘটনায় বিগত ইং ০৫/০৩/২০২৪ তারিখ বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে এমপি নং ০৫/২০২৪ (কোতয়ালী) মামলা দায়ের করিলে বিজ্ঞ আদালত মামলাটি এজাহার হিসাবে অন্তর্ভূক্ত করার জন্য কোতয়ালী থানা কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। যাহার জি.আর মামলা নং ১৩৭/২০২৪ (কোতয়ালী)। উক্ত মামলার আসামী হিসাবে অন্তর্ভুক্ত আছে ইউপি সদস্য মামুন, রাসেদ শিকদার, সৈয়দ মাসুম বিল্লা, সৈয়দ মওদুদ করিম, সৈয়দ আখিক সহ আরো অনেকে। ভুক্তভোগী পরিবার আসামিদের বিরুদ্ধে বরিশাল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার সহ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।