এস এম শাহ আলম বিশেষ প্রতিনিধি, বরিশাল জেলার কাজিরহাট থানায় গতকাল শনিবার দিবাগত রাত্রে আনুমানিক দুইটা দিকে আনজার কাজী খরকুটার পালায় আগুন ধরিয়ে দেন দুর্বৃত্তরা, আনজার কাজী জালানার ফাঁকা দিয়ে আগুনের ফুলকি দেখে, ডাক চিৎকার করলে এলাকার লোকজন দৌড়ে এসে, মটারের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, সরজমিনে গিয়ে জানা যায় পাশে আঞ্জার কাজীর গরুর খামার ও ব্যবসা প্রতিষ্ঠান, এগুলো ধ্বংস করার জন্য এই আগুন দিয়েছে আমার প্রতিপক্ষরা, আনজার কাজী আরো জানান ঘটনা যারা ঘটাইছে তাহাদেরকে আমি চিনতে পেরেছি আমি আইনের আওতায় আমি কাজিরহাট থানার ওসি সাহেবকে মোবাইল ফোনে ঘটনাটি জানিয়েছি এবং তিনি দ্রুত কাজিরহাট থানার পুলিশ ঘটনা স্থলে পাঠান, এ ব্যাপারে কাজের থানা অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন জানান এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিব এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে, এ ঘটনায় সাধারণ মানুষের ভিতর ব্যাপক গুঞ্জন সৃষ্টি হচ্ছে