মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইঁদুর মারার ফাঁদ পেতে ইঁদুর নিধন করতে গিয়ে নিজের ফাঁদে কৃষক নিজেই বিদ্যুৎপৃষ্ট হয়ে নিয়ত হয়েছেন। যুদিষ্ঠী হালদারের পুত্র কৃষক গৌরাঙ্গ হালদার (৫০) ২১ ফেব্রুয়ারি বুধবার সকাল সারে ৭ টার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহতের ঘটনা ঘটে । স্থানীয় সূত্র যারা যায় কারফা গ্রামের যুদিষ্ঠী হালদারের পুত্র কৃষক গৌরাঙ্গ হালদার (৫০) বাড়ির পাসে জমিতে ধান রোপন করেছে। রোপিত ধান ইদুরে খেয়ে ফেলে। ইঁদুর নিধন করতে গিয়ে রাত বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে অসাবধানতার বসত ধান খেতে গেলে বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলে ঢলে পড়ে। বাড়ীর লোকজন ভিকটিমকে উদ্ধার করে আগৈলঝড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্য রত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যু ঘোষনা করেন। সংবাদ পেয়ে আগৈলঝড়া থানা পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে পরিবারের কাছে হস্তান্ত করেন।