মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভার সবজি ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ৩ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১ টার সময় আত্মহত্যা ঘটনা ঘাটে। স্হানীয় সুত্রে জানা যায় ছোট মেয়ে লামিয়াকে গৌরনদী উপজেলার টরকি বন্দরের আল্লাহ মজিদ সংলগ্ন মো: সুমন বেপারীর সাথে বিবাহ দেয় এবং ২ টি সন্তান জন্মগ্রহণ করেন । মেয়ের জামাই লামিয়ার স্বামী অসুস্হ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে । এছাড়াও মেয়ের সাথে জামাই বুনিবোনাথ হতনা প্রাই জগড়া করে পিতার বাড়িতে চলে আসত। মেয়ের সমস্য এবং নিজের শারীরিক অবস্থা ভালো না অসুস্থ ঔ পারিবারিক কলহ এ নিয়ে সব সময় চিন্তাভাবনা করতেন। আত্মহত্যাকারী পৌর সভার নিবাসী মৃত- আলি আহম্মদ এর পুত্র সবজি ব্যবসায়ী মো: নুরুল ইসলাম হাওলাদার (৭০) উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহমদ জানান আত্মহত্যার ঘটনা শুনে থানা থেকে এস আই মেহেদিকে পাঠাই। মেহেদি মরাদেহ উদ্ধার করে। পরিবারের কোন আপত্তি না থাকায় ও বরিশাল জেলা প্রশাসকের অনুমতিতে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।