নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বরিশাল সফরে নিরাপত্তা নিশ্চিত করতে জোরদার টহল কার্যক্রম পরিচালনা করছে র্যাব ৮।
আগামী ০৭ জানুয়ারী ২০২৪ ইং তারিখে সুষ্ঠু ও নিরপেক্ষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে র্যাব-৮, বরিশাল। বরিশাল বিভাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৮, বরিশাল অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসাবে নির্বাচনবিরোধী অপপ্রচারণা প্রতিরোধ, নাশকতামূলক কর্মকান্ডে জরিত ব্যক্তিদের গ্রেফতার এবং বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি স্থাপন, সন্দেহভাজন ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী কার্যক্রমসহ সার্বক্ষনিক টহল জোরদার করেছে। সেই সাথে আগামী ২৯ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে মাননীয় প্রধান মন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে বাড়তি নিরাপত্তামূলক কার্যক্রমের অংশ হিসাবে অদ্য ২৭ ডিসেম্বর ২০২৩ তারিখ হতে অতিরিক্ত বিশেষ টহল কার্যক্রম শুরু করেছে।