নিউজ ডেস্ক: প্রাণের শহর বরিশালের অন্যতম স্থান বরিশাল ফল পট্টি।বরিশালে অন্যতম বাণিজ্যিক ও ব্যস্ততম এলাকা এই জায়গাটি। ব্যস্ততার পাশাপাশি মুখরোচক বাহারি খাবার মিলে এই এলাকাতেই। বরিশালের মানুষের রুচি ও পছন্দের কথা পর্যালোচনা করে আজ শুভ উদ্বোধন করা হয় স্টার হোটেল এন্ড রেস্তোরাঁ।আজ শুক্রবার বিকেলে আসরের নামাজের পরে বরিশাল ফল পট্টি রোডে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয় স্টার হোটেল এন্ড রেস্তোরাঁর।যেখানে মিলবে সার্বক্ষণিক রুচিসম্মত বরিশালের মানুষের পছন্দ অনুযায়ী বাহারি খাবারের স্বাদ। এ সময় দোয়া মোনাজাত উপস্থিত ছিলেন বরিশাল হোটেল এন্ড রেস্তোর মালিক সমিতির সভাপতি বিশেষ ঘোষ সহ বরিশালের বিভিন্ন রেস্তোর মালিক বৃন্দ।