মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে কোভিড – ১৯ পরবর্তী সেবা নিয়ন্ত্রণ ও প্রতিরোধক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর সোমবার সকাল ১০ টার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সিমা রানী শীল , উপজেলা স্বাস্থ্য সহকারী কর্মকর্তা ডা: মো: ইমাদউজ্জামান , ডা: নাদিরা পারভিন, উজিরপুর উপজেলা পৌর কাউন্সিলর মিসেস রানী বেগম প্রমুখ। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী,সাংবাদিক সহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ। কর্মশালায় কোভিট ১৯ পরবর্তী সেবা নিয়ন্ত্রণ ও পরবর্তী প্রতিরোধ বিষয়ক নিয়ে নির্দেশনা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।