
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব আটিপাড়া গ্রামে খাবারের সাথে বিষাক্ত দ্রব্য মিশিয়ে একই পরিবারের ৩ নারীকে অচেতন করে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব আটিপাড়া গ্রামের মৃত আব্দুল হাওলাদারের ছেলে মোঃ হালিম হাওলাদার (৪৫) এর ঘরে ৪ অক্টোবর বুধবার রাতে খাবারের সাথে অচেতন নাশক দ্রব্য মিশিয়ে রাখে চোর চক্ররা।খাবার খেয়ে অচেতন হয় মোসাঃ আকলিমা বেগম(৩৮) ও তার মেয়ে সুমি বেগম (২২) রিয়া আক্তার (১২)। অচেতন অবস্থায় তারা বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। জানা যায় ওই রাতে পশ্চিম পাশের জালানার রড ভেঙে ঘরে ঢুকে চোরচক্ররা এক জোড়া রুপার নুপুর ও স্বর্নের চেইন নিয়ে যায় । তবে হালিম বাড়িতে ছিলেননা। তিনি ঢাকায় ছিলেন । এছাড়াও একই রাতে পাশের বাড়ির মোঃ হায়দার হাওলাদারের ঘরে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু বাড়ির লোকজন টের পেলে চোরচক্ররা পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কোন মালামাল চুরি হয়নি। বিষয়টি পরবর্তীতে খতিয়ে দেখা হবে।