নিউজ ডেস্ক : তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব এই স্লোগান নিয়ে আজ ২৭ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ শাহজাহান, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল প্রফেসর শাহ সাজেদা, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক সরকারী ব্রোজোহন কলেজ বরিশাল দীপায়ন সিকদার। এছাড়া উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। শুরুতে তথ্য অধিকার নিয়ে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে অতিথিরা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস এর বিভিন্ন দিক তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। পরিশেষে অতিথিরা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।