1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পর্যটক টানতে আকর্ষণীয় করা হচ্ছে বরিশাল ডিসি লেকপাড় - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসারে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে  তিন অসহায় নারীর স্বামীকে রিক্সা বিতরণ বাবুগঞ্জ বার্তার যুগপূর্তি উদযাপন : ৬ সাংবাদিককে বিশেষ সম্মাননা উজিরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নে নেতাকর্মীদের সাংগঠনিক সভা উজিরপুরে সার্বিক উন্নয়ন, জনগনের সচেতনতা বৃদ্ধি ও সম্পৃক্ততার লক্ষ্যে মতবিনিময় সভা খুলনায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখলেন এ্যাড. মজিবর রহমান সরোয়ার নগরীর লাইসিয়াম পরিবারের বার্ষিক শিক্ষা সফর ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত বাকেরগঞ্জ ভরপাসা ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি কর্মসূচি অনুষ্ঠিত  কাজিরহাটে ব্রিজ নদী গর্ভে, ২ গ্রামবাসী ভোগান্তিতে মির্জাগঞ্জের সুবিদখালিতে চাঁদা না দেয়ায় ঠিকাদারের উপর হামলার অভিযোগ উজিরপুরে আ’লীগের সন্ত্রাস,নৈরাজ্য ও লকডাউন প্রতিহত করার লক্ষ্যে পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পর্যটক টানতে আকর্ষণীয় করা হচ্ছে বরিশাল ডিসি লেকপাড়

  • প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্র ডিসি লেকপাড়কে আরও মনোরম ও দৃষ্টিনন্দন করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে নতুন রূপে লেকপাড়কে ঘিরে দৃষ্টিনন্দন দেয়াল ও স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, এ উদ্যোগের মাধ্যমে লেকের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সৌন্দর্য কয়েকগুণ বৃদ্ধি পাবে। এতে বাড়বে পর্যটকদের আনাগোনা।

বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরিশালবাসীর অবসর যাপনের অন্যতম স্থান হিসেবে নগরীর বেলস পার্ক ও ডিসি লেককে আরও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাই লেকের পাড়ে নান্দনিক দেয়াল নির্মাণ, বসার স্থান, পথচারীদের জন্য হাঁটার ট্র্যাক, আধুনিক আলোকসজ্জা ও সবুজায়নের কাজ করা হবে।

বরিশাল ডিসি লেকপাড়ে নিয়মিত হাঁটতে আসা স্থানীয় বাসিন্দা সুখেন্দু এদবর বলেন, এখানকার কাজ শেষ হলে লেকপাড় আরও নিরাপদ ও সুন্দর হবে। পরিবার নিয়ে বিকেল সময় কাটানোর জন্য বরিশালে খুব বেশি জায়গা নেই। তাই এই লেককে সাজানো হলে আমাদের সবার জন্যই আনন্দদায়ক হবে।

তিনি আরও বলেন, বিশেষ করে সকালে বেলস পার্কে প্রাতঃভ্রমণকারীদের চলাফেরা আরও নিরাপদ হবে। বৃদ্ধ ও অসুস্থ প্রাতঃভ্রমণকারীরা যাতে লেকের পানিতে পড়ে দুর্ঘটনায় পতিত না হন, সেজন্য এই দৃষ্টিনন্দন দেয়াল ও স্থাপনা আরও আগেই নির্মাণ করা উচিত ছিল বলেও তিনি উল্লেখ করেন।

বরিশাল সরকারি বজ্রমোহন কলেজের শিক্ষার্থী মাহিমুল হাসান এমদাদ বলেন, ডিসি লেক ইতোমধ্যেই নগরীর একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্র। এখানে নতুন স্থাপনা যোগ হলে এটি শুধু স্থানীয় নয়; বাইরের পর্যটকদের কাছেও আকর্ষণীয় হবে। তাই জেলা প্রশাসনের নেওয়া এই উদ্যোগ প্রশংসনীয় বলেও তিনি জানান।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই নান্দনিক দেয়াল ও স্থাপনা নির্মাণ শেষ হলে ডিসি লেক এলাকার সামগ্রিক পরিবেশ পরিবর্তন হবে। বরিশালের সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্যও এই স্থানকে ব্যবহার করা যাবে।

বরিশালের সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক বেলায়েত বাবলু বলেন, ডিসি লেককে আধুনিক ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে পারলে বরিশালের পর্যটন শিল্পেরও উন্নয়ন ঘটবে। এ ধরনের উদ্যোগ শুধু নগরীর সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় বাসিন্দা ও সচেতন নগরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসন ডিসি লেকপাড়কে দৃষ্টিনন্দন করতে ব্যাপক উদ্যোগ হাতে নিয়ে কাজ শুরু করেছে। পুরো কাজ শেষ হলে যার সুফল পাবে নগরবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ