উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর প্রেসক্লাবের সভাপতি, আসন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লার একমাত্র বোন রিপা আক্তার (৩৫) মৃত্যুতে বিভিন্ন মহলের শোকা হত পরিবারের সমবেদনা ও জানাজায় মুসল্লীদের ঢল। ২৬ এপ্রিল শুক্রবার আসর নামাজ বাদ পৌরসভা ৭নং ওয়ার্ডে শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ও শোকাহত পরিবারের সমবেদনা জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, বরিশাল জেলা বিএনপির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আ: মাজেদ তালুকদার মান্নান মাষ্টার, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য ও উজিরপুর উপজেলা আসন্ন ভাইস চেয়ারম্যান প্রার্থী সুখেন্দ্র সেখর বৈদ্য, বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান মো: ইউসুফ হাওলাদার, শিকরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: নজরুল মাঝি, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: সরোয়ার হোসেন, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর সহ উজিরপুর প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানাযায় অংশগ্রহণ করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান । মরহুমের ৩ ভাই বরিশাল জেলা জাসাস এর সভাপতি আহম্মেদুল কবির বিপ্লব মোল্লা, উজিরপুর প্রেসক্লাব সভাপতি, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও আসন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উজিরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলার মোঃ রিপন মোল্লা। উল্লেখ্য শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্না-লিল্লাহি.………..রাজেউন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।