এর আগে গতকাল সোমবার (৮ এপ্রিল) অভিযানে ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এবং এর সামরিক শাখা ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ নারীসহ মোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বেশির ভাগই ২০ থেকে ৩০ বছরের মধ্যবর্তী বয়সের।
এর আগে গতকাল সোমবার (৮ এপ্রিল) অভিযানে ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এবং এর সামরিক শাখা ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ নারীসহ মোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বেশির ভাগই ২০ থেকে ৩০ বছরের মধ্যবর্তী বয়সের।
বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্র জানায়, আসামিদের দায়িত্বপ্রাপ্ত কগনিজিবল ম্যাজিস্ট্রেটের (আমুলি আদালত) আদালতে উপস্থাপন করা হবে। এ জন্য মামলার নথিপত্র প্রস্তুত রাখা হয়েছে। গত ২ এপ্রিল রাতে সোনালী ব্যাংকের রুমা শাখায় ডাকাতির মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।