উজিরপুর প্রতিনিধিঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বরিশালের উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৯ নং সেক্টর কমান্ডার মেজার এম এ জলিলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে । ২৬ মার্চ মঙ্গলবার সকাল ৯ টায় উজিরপুর উপজেলা পরিষদের সামনে মেজর এম এ জলিলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কেন্দ্রীয় বিএনপি’র সদস্য, বরিশাল জেলা বিএনপি’র সদস্য, উজিরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক উজিরপুর – বানরিপাড়ার গণমানুষের নেতা ও কর্ণধর শিল্পপতি জনদরদী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর আয়োজনে ও নির্দেশে পুষ্পস্থবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলার বিএনপির সদস্য সচিব মো: হুমায়ুন খান, সিনিয়ার যুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মো: শহিদুল ইসলাম খান, সদস্য সচিব মো: রোকনুজ্জামান টুলু, সহ- সভাপতি মো: ইদ্রিস বালি, মোঃ গিয়াস উদ্দিন বালি, আ: রাজ্জাক সরদার, ধামরাইল ইউনিয়নের বিএনপি’র সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন জগলু, শিকারপুর ইউনিয়নের সভাপতি আ:রব মিয়া,বড়াকোঠা ইউনিয়নের যুগ্ন আহবায়ক মো: রফিকুল ইসলাম খোকন, জল্লা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: হাইয়ুম খান, সাধারন সম্পাদক মো: ফোরকান হোসেন, পৌর বিএনপির যুব দলের আহবায়ক মো: সাহাবুদ্দিন আকন সাবু, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: জুম্মান হোসেন মোতালেব,পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোসা: খালেদা বেগমসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন ।