মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি :
ঢাকা বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার সানুহার বাস স্ট্যন্ডের উত্তর পাশে চৌকিদার বাড়ী নামক এলাকায় সড়ক দূর্ঘটনায় এক পথচারী যুবক সুমন ও চাকলাদার পরিবহনের সুপারভাইজার সহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৪ / ১৫ জন। ১৩ মার্চ বুধবার দুপর ১টার দিকে ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার ওসি তদন্ত তৌহিদুজ্জামান জানিয়েছেন যশোর থেকে নড়াইল হয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা বেপোরোয়া গতির চাকলাদার পরিবহনের যশোর ব- ১১ -০২৪৬ একটি বাস সানুহার এলাকার বেলাল সরদারের পুত্র সুমন সরদার (১৬) নামক এক পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছ ভেঙ্গে হাওলাদার বাড়ির ওরফে (চৌকিদার বাড়ির ) পুকুরের মধ্যে খাদে পড়লে পরিবহনের সুপারভাইজার মো: কাদের নিহত হয়। এ রিপোট লেখা পর্যন্ত তার গ্রামের পরিচয় পাওয়া যায়নি। গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও ডুবরি দল প্রায় ২ ঘন্টা অভিযান চালিয়ে পুকুরে পড়া বাসের মধ্যে থাকা সুপারভাইজারের মরাদেহ উদ্ধার করেন। । স্থানীয়রা জানিয়েছেন বেপোরোয়া গতির বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পথচারীকে সড়কে ফিসে মেরে চৌকিদারবাড়ীর পুকুরের মধ্যে খাদে পড়লে বাসের ১৫ যাত্রী সামান্য আহত হয়েছে। নিহত সুমনের পরিবার সুত্রে জানা গেছে সুমনের মা আলেয়া বেগম কে গোসলের কথা বলে পশ্চিমপাড় থেকে পূর্ব পাড়ে পার হবার সময় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে । সুমন স্টিল আলমারি ও সানুহার বাসস্ট্যান্ড বাসের কাউন্টারে কাজ করতেন ।ঘটনার স্থান উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উজিরপুর পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী, বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন হাওলাদার, উজিরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো: রিপন মোল্লা পরিদর্শন করেন ।