মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ১শত পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। সুত্রে জানা যায়, ডিবি পুলিশের সাব ইনেসপেক্টর মো: মিজানুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। ১১ ফেব্রুয়ারি রবিবার বরিশাল জেলা ডিবি পুলিশের একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা বড় ব্রিজে এলাকায় মাদক বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাশ্ববর্তী কোটালিপাড়া উপজেলার কান্দি এলাকার বিষ্ণু অধিকারির পুত্র অনুপম অধিকারি (২৮ ) কে একশত পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উজিরপুর মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করে ।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গ্রেফতারকৃত মাদক কারবারিকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। মাদক কারবারিকে বরিশাল আদালতে পাঠিয়ে দিলে বিচারক জেলহাজতে প্রেরন করে ।