মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বানকাটি গ্রামে এক বসত বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২২ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বানকাঠী গ্রামের মৃত – আফছার উদ্দিন হাওলাদারের পুত্র মোঃ সোহেল হাওলাদার (৩০)এর টিনসেট বসতঘরে অগ্নিকান্ড ঘটে। এ সময় সোহেল হাওলাদার ও তার পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে ছিলেন না। আগুন লাগার পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করে। আগুনে সম্পূর্ণ ঘর ভষ্মীভূত হয়ে যায় যার ফলে অনুমান ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয় । আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি । ঘরের মালিক সোহেল জানান আমিও আমার পরিবারে কেউ বাড়ি না থাকায় এই সুযোগে একটি কুচক্রী মহল আগুন দিতে পারে । ইতিপূর্বে আরো দুইবার আগুন দিয়েছিল আমার এই বসত ঘরে।তিনি আরো বলেন বসত ঘর,ধান চাল ইলেকট্রিক আসবাবপত্র সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি ।