পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ সুরের ছন্দ আর গিটারের ঝংকারে বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় দর্শক মাতালেন নগর বাউল জেমস। হাজারো ভক্তদের ভালোবাসায় সিক্ত হন এই সুর সম্রাট। কনসার্টে দর্শক হৃদয়ে জেমসের দোলার মধ্য দিয়ে পর্দা নামে তিন’দিনের উৎসবের।
ঘড়ির কাঁটায় রাত দশটা ২০ মিনিট। মঞ্চের পেছনের পর্দায় ভেসে উঠে ব্যান্ড সংগীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমসের আগমনী বার্তা আর ছবি। বুঝতে বাকি রইলনা ১ম বারের মত ক্যাডেট ৯১ ব্যাচের আমন্ত্রণে রঙিন মঞ্চে বন্ধু আসছে বহুদিন পর। অত্যাধুনিক বিশাল তারুণ্যের প্রতীক হয়ে মঞ্চে আসেন নগরবাউল জেমস। মুহূর্তেই জেগে ওঠে ক্যাডেট কলেজ রহমতপুরের মাঠ। উত্তাল দর্শক সমুদ্রে ঢেউ তোলে ‘লাভ ইউ গুরু’ ধ্বনি।নারী -পুরুষ সকলেই উচ্ছ্বাসিত হয়ে উপভোগ করেছে এই আয়োজন।
সময়ের পরিক্রমায় জেমস যেন কোন নাম নয়, সঙ্গীত আর সুরের ভুবনে তা যে আজ এক অনুভূতি তার প্রমাণ মেলে তার ফের উপস্থিতিতে। এক নজর দেখতে আর সুরের যাদুতে আসক্ত হতে ক্যাডেট কলেজের সবচেয়ে বড় সমাবেশে দেশবিদেশ থেকে ছুটে এসে হাজির হন জেমস ভক্তরা।
সুরের সমুদ্রে শ্রোতার অন্তরে কখনও শান্তির পরশ, প্রেম ভালবাসা, কখনও চোখে অশ্রু আবার উম্মাদনা ছড়িয়ে গুরু গাইলেন দর্শক প্রিয় গান। জেমস শুরু করলেন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ গানটি দিয়ে। গেয়ে চলেন দিওয়ানা মাস্তানা, গুরু ঘর বানাইলা কী দিয়া, এর পরে গাইলেন ‘মা’। কোথায় আছে কেমন আছে মা গানে শিল্পীর তীব্র দরদে নিজের মা কে স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে নোনা জলে চোখ ভিজিয়েছে দর্শকদের। জেমস তখন ধরলেন চাল চালে, সুলতানা বিবিয়ানা, বিজলী, দুস্ট ছেলের দল। গাইলেন আসবার কালে গানটিও। মীরা বাঈ, তারায় তারায়, পাগলা হাওয়ায় দর্শক তখন পাগল। নেচে গেয়ে আর হেলে দুলে বাঁধ ভাঙ্গা আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা দর্শকদের সামাল দেয়াই ছিল কঠিন। শেষে গাইলেন আরেকটি হিন্দিগান ভিগি ভিগি। রাত তখন সত্যি ভেজা। এরইমধ্যে কখন যে মধ্যরাত পেরিয়ে নতুন দিনের সূচনা হলো তা বোঝার সুযোগ হয়নি। রঙিন মঞ্চের ১৩ টি গান যেন রাঙিয়ে গেলো দর্শক হৃদয়। জেমসের সঙ্গে গিটারে ছিলেন সুলতান রায়হান খান রানা, ব্যাসে তালুকদার সাব্বির, কিবোর্ড বাজিয়েছেন আব্দুল কাউয়ুম । ড্রাম বাজিয়ে মাতিয়ে রেখেছিলেন আহসান এলাহী ফান্টি।
আয়োজনে অংশ নেয়া এক ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী বলেন দীর্ঘদিন পরে একসাথে সবার সাথে আড্ডা আর গুরুর কনসার্ট উপভোগ করলাম সত্যিই অসাধারণ মুহূর্ত কাটাচ্ছি।