মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় জুম্মার নামাজ শেষে উজিরপুর বাজার জামে মসজিদের ইমাম মাও: মো: মনির হোসেনের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন মসজিদের মুসল্লীগন ইসরাইল-ফিলিস্তিনের চলমান যুদ্ধের প্রেক্ষিতে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । উজিরপুর বাজারে সমবেত হয়ে ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে উজিরপুর বাজার হতে ইসলাদি বাসস্টান্ড গিয়ে শেষ করে সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত বিক্ষোভ মিছিলে জন ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন। ইসলাদী ফকিরবাড়ি জামে মসজিদের ইমাম মাও: ডি এম আলামিন, মুসলিম পাড়া কওমী মাদ্রাসার শিক্ষক মাও: বজলুর করীম বক্তব্য প্রদান করেন। এ সময় তারা ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের সকল দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।