
নিউজ ডেস্ক: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি এই স্লোগান নিয়ে আজ ২৬ নভেম্বর বুধবার সকাল ১০ টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর বরিশাল এর আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে নবগ্রাম রোডে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) বরিশাল মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি ছিলেন পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর বরিশাল মোঃ মাহফুজুল হক, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে র্যালি বের হয়ে নবগ্রাম রোড প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক আলোচনার অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে অতিথিরা প্রদর্শনীতে অংশগ্রহনকারী খামিরিদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।