
হিজলা প্রতিনিধি: মোঃ অলিউদ্দিন বেপারী:
আজ ৩ অক্টোবর,২০২৫ বাদ জুমা, ইক্বরা হিফজুল কোরআন মাদ্রাসায় বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, কালবেলা পত্রিকা বরিশাল বুর্যো প্রধান এবং বিসিডি মাধ্যমিক বিদ্যালয়,এসএসসি-২০০২ ব্যাচের বন্ধু মরহুম মো: আরিফিন তুষার
এর রূহের মাগফিরাত কামনায় ২০০২ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এক বিশেষ দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরিফিন তুষারের সম্মানিত বাবা
বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন ভুইয়া
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
সৈয়দ গুলজার আলম, প্রতিষ্ঠাতা পরিচালক, ইক্বরা হিফজুল কুরআন মাদরাসা।
বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন-
মো: আব্দুল জব্বার স্যার।
সভাপতিত্ব করেন-
মো: দলিলুর রহমান এসএসসি, ব্যাচ-২০০২.
প্রোগ্রাম পরিচালনা করেন-
মো: ইয়াসিন হেলাল, এসএসসি -২০০২
স্মৃতি চারণ করেন-
মো: মনিরুজ্জামান, এসএসসি -২০০২
দোয়া মুনাজাত পরিচালনা করেন
হাফেজ মাওলানা মো: জালাল উদ্দিন, মুহতামিম,
ইক্বরা হিফজুল কোরআন মাদ্রাসা,বড়জালিয়া,হিজলা, বরিশাল।