মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামে দিন মজুর স্বামীকে অস্ত্রের জিম্মি করে পাসের ঘরে তালাবদ্ধ করে গৃহ বধুকে ধর্ষনের চেস্টা করেছে সাবেক সর্বহারা পার্টির নেতা ও তার ২ সহযোগীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগী বাদী হয়ে ৩ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছে। স্হানীয় ও মামলা সুত্রে জানাযায় কালিহাতা গ্রামের মো: নাসির খন্দকার (৪০) তার স্তীকে নিয়ে একই গ্রামে মো: আজিজুল হাওলাদারের পুত্র মো: রাসেল হাওলাদারের বাড়িতে ভাড়া থাকে । ২৯ জুন দিবাগত গভির রাতে নাসির খন্দকারের ভাড়াটিয়া বাসায় গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের মৃত আনিচ খানের পুত্র সাবেক সর্বহারা দলের সক্রিয় সদস্য সন্ত্রাসী ও লম্পট মো: আলামিন খান এসে মো: নাসির খন্দকারকে ডাক দেয় এবং দরজা খুলতে বলে। নাসির খন্দকার দরজা খুলে দেয় । ভিতরে ডুকে আগ্নে অস্ত্র ঠেকিয়ে নাসির খন্দকারকে জিম্মি করে অন্য রুমে নিয়ে তালা বদ্ধ করে রাখে। এরপর তার স্ত্রীকে ধর্ষনের চেষ্টা করে । ভুক্তভোগী নাসির খন্দকার বাদি হয়ে আসামি আলামিন খান ও তার সহযোগী উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের মো: ইমাম হাওলাদার, কালিহাতা গ্রামের মো: সহিদুল হাওলাদারের নাম উল্লেখ করে ১ ফেব্রুয়ারি উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। নাসির ও তার স্ত্রী সাংবাদিকদের কাছে সত্যতা স্বীকার করেন এবং আসামিদের গ্রেপ্তার পুর্বক বিচারের দাবি করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান ৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে,আসামিদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে ।