আজ ১০ জুলাই বুধবার সকাল ১১ টায় বাপাউবো ও সিইজিআইএস এর যৌথ উদ্যোগে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বাংলাদেশের নদ-নদী সমূহের তথ্যাদি হালনাগাদকরণ ও তথ্যপ্রযুক্তি ভিত্তিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিঃ প্রধান প্রকৌশলী (পুর), দক্ষিণাঞ্চল, বাপাউবো, বরিশাল মোঃ আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের ৬ জেলা থেকে আগত অতিথি বৃন্দরা। শুরুতে বাংলাদেশের নদ-নদী সমূহের তথ্যাদির উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে উন্মুক্ত আলোচনা শেষে অতিথি বৃন্দরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।